চিনির দাম কেজিতে ১৬ টাকা বেড়েছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৪ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
দেশের বাজারে প্রতি কেজি চিনির দাম ১৬ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে প্রতি কেজি পরিশোধিত চিনির দাম ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং পরিশোধিত চিনির দাম ১২৫ টাকা করা হয়েছে।
বুধবার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সচিব তপন কান্তি ঘোষ বলেন, চিনির জন্য শুল্ক কমানো হয়েছে। কমানোর পরও দাম অতটা কমানো যাচ্ছে না। কারণ, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে ডলারের দামও। এ ছাড়া দেশের মধ্যে পরিবহন খরচও কিছু বেড়ে গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যারিফ নির্ধারণের বিষয়টি এনবিআর দেখে থাকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি বেড়ে গেলে এনবিআরকে শুল্ক কমানোর জন্য অনুরোধ করা হয়।
সচিব বলেছেন, ঘাটতি কাটিয়ে উঠতে হবে। তবে চিনিবাহী কত জাহাজ দেশে এসেছে, সে বিষয়ে চট্টগ্রাম বন্দর থেকে খোঁজখবর নেয়া হচ্ছে। খুব শীঘ্রই আমরা তথ্য জানাতে পারব।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের অভিন্ন নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন হিসাব করে দেখেছে, অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী দাম সমন্বয় করা সম্ভব নয়।
জেবি/ আরএইচ/