দুদিনের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ঘরে রিজার্ভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪০ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
আকু বিল পরিশোধ করায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। কিন্তু, দুদিনের মধ্যেই রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজবাউল হক জানান, গত পরশু আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ হাজার ৯৯৫ কোটি ডলারে। কিন্তু, গতকাল মঙ্গলবার বিদেশ থেকে ৫০৭ মিলিয়ন ডলার দেশে আসে। আর এতেই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৩৬ কোটি ডলারে।
এর আগে, ২০২০ সালে করোনা মহামারি শুরু হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেকটা বেড়ে যায়।
গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। তাতে আমদানি খরচও বাড়ে। তবে সেই তুলনায় বাড়েনি প্রবাসী ও রপ্তানি আয়।