চলতি মাসে চালু হতে পারে ম্যাংগো স্পেশাল ট্রেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


চলতি মাসে চালু হতে পারে ম্যাংগো স্পেশাল ট্রেন
ম্যাংগো স্পেশাল ট্রেন। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি মাসের শেষ সপ্তাহে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হতে পারে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১১ মে) চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মতবিনিময় সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস এ কথা বলেন।  


সুজিত কুমার বিশ্বাস বলেন, আপনাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দিন তারিখ নির্ধারণ করা হবে। সবটা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিব। 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে।