তিন মাসে ৪০ লাখ গ্রাহক হারালো ডিজনি প্লাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩
জনপ্রিয় অনলাইন সম্প্রচার প্রতিষ্ঠান ডিজনি প্লাস। এ বছরেই প্রতিষ্ঠানটির ৪০ লাখ গ্রাহক হারিয়েছে বলে জানা গেছে।
একই সময়ে ডিজনি প্লাসের ক্ষতি পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ফলে মিকি মাউস, দ্য স্টার ওয়ারস ও মার্বেলের মতো জনপ্রিয় চরিত্র ও সিনেমা তৈরি করা প্রতিষ্ঠানটি অনেকটা বিপাকে পড়েছে। ব্যয় কমাতে হাঁটছে কর্মী ছাটাইয়ের পথে তারা ।
শেয়ার বাজারেও ধসের মুখে আছে ডিজনি প্লাস।এছাড়া ডিজনি সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে এশিয়ায়। ফি বাড়ানোয় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও তিন লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে ডিজনি। সূত্র: বিবিসি
জেবি/এসবি