পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকা প্রণোদনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকা প্রণোদনা
ফাইল ছবি

গরমকালে পেঁয়াজের আবাদ বাড়াতে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দিচ্ছে সরকার। ১৯ জেলার মোট ১৮ হাজার কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। 


বৃহস্পতিবার (১১ মে) এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।


আদশে বলা আছে, একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।


২০২০-২১ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল মাত্র ৪০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বেড়ে হয়েছে ২৫০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৭ হাজার টন। আর ২০২২-২৩ সালে আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮০০ টন। 


সম্প্রতি এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, অফ সিজনে বা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষেও আমরা খুবই গুরুত্ব দিচ্ছি।