উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৩


উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার
ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে মাছ-মাংস থেকে শুরু করে শাকসবজির বাজারও চড়া। সবজির দাম অনেকটা আকাশ ছোঁয়া।


শুক্রবার (১২ মে) রাজধানীর পলাশী কাঁচাবাজার ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৬০ টাকা এবং শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।


সবজির দাম বাড়া প্রসঙ্গে সবজি বিক্রেতা বারী মিয়া বলেন, অতিরিক্ত গরমে সবজির সরবরাহ কম। ঢাকায় পাইকারি বাজারে সবজি কম আসছে আগের তুলনায়। এছাড়া অনেকে ধরনের সবজির মৌসুম এখন শেষের দিকে ফলে সেসব সবজির দাম বাড়তি।


এদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে, আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ব্রয়লার মুরগি ২৩০-২৪০ টাকার ভেতরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকার ভেতরে বিক্রি হচ্ছে।