সরকারের বিদায়ের ধ্বনি শুনতে পাচ্ছি: রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১২ই মে ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এ সরকারের বিদায়ের ধ্বনি বাজছে সেটি শুনতে পাচ্ছি।
শুক্রবার (১২ শে) প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সেদিন কোর্টে হাজিরা দিতে গিয়ে সাইফুল আলম নীরবের সাথে দেখা হলো। শুধুমাত্র এই কথাই বললো, ‘রিজভী ভাই আমাকে ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়।’ কেন সাইফুল আলম ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়? জেলখানাই তো একটা লকাপ। আবার জেলের মধ্যেই নিষ্ঠুর জেল।
পররাষ্ট্র মন্ত্রীর এমন মন্তব্যের জবাবে রিজভী বলেন, বিদেশের সাথে আপনাদের শত্রুতা কেন। বারবার বিভিন্ন দেশ বলছে, স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। তাহলে পররাষ্ট্রমন্ত্রী আপনার কথার মধ্যে ইঙ্গিত বহন করে, যে আপনাদের উদ্দেশ অশুভ।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান
