উরফি জাভেদের ভিডিও ভাইরাল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


উরফি জাভেদের ভিডিও ভাইরাল
উরফি জাবেদ

ভারতের জনপ্রিয় তারকা উরফি জাভেদ। উদ্ভট পোশাকের জন্য ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে।


সম্প্রতি এই পোশাকের জন্য ফের ঝামেলাতে পড়েন উরফি। এবার পোশাকের জন্য চা খেতে গিয়ে বিড়ম্বনায় পড়েন উরফি! কিছুতেই গ্লাস থেকে চা পান করতে পারছিলেন না এই তারকা।


ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে উরফি লেখেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়।’


ওই ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে বসে আছেন এই অভিনেত্রী। তার মুখের সামনে ব্যারিকেড দেওয়া এক অদ্ভুদ পোশাক পড়েছেন তিনি। পোশাকের জন্যই তার চা খেতে অসুবিধা হবে। শেষমেশ ওই ব্যারিকেডের সামনে দিয়ে চা খেতে পারছিলেন না, তখন ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইড থেকে চা পান করেন উরফি।


মাত্র কয়েক ঘণ্টায় লাখ লাখ ভিউ হয়ে যায় তার সেই ভিডিওতে। রীতিমতো ভাইরাল হয়ে যায় সেটি। এক ব্যক্তি কমেন্টে  লিখেছেন, ‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল’। আরেকজন লেখেন, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।’ সূত্র : হিন্দুস্তান টাইমস


জেবি/এসবি