পেঁয়াজের কেজি ৭০ টাকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম।
শনিবার (১৩ মে) রাজধানীর পলাশী, নিউমার্কেট ও কেল্লাড়মোড় বাজার ঘুরে দেখা গেছে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। যা এক মাস আগেও ছিল মাত্র ৩৫ থেকে ৪০ টাকা।
টিসিবির তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ৬৬ শতাংশ বেড়ে ৬০-৬৫ টাকা।
পলাশী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আলম বলেন, ঈদের আগে ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতাম, এখন বিক্রি করছি ৭০ টাকায়।
খুচরা বাজারের পাশাপাশি পাইকারিতেও পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগে ৩৬-৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারিতে ৬০-৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে।
পেঁয়াজের এমন দাম বাড়ার কারণে অস্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। কোনোকিছুতে নিয়ন্ত্রণ নেই। শুধু পেঁয়াজ নয়, চাল-ডাল, তেল-চিনি সবকিছুর অস্বাভাবিক দাম। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেও পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কিনেছি। এখন পাইকারি বাজারেই ৬২ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। মহল্লার ব্যবসায়ীরা ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন।