পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজারে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজারে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। উপজেলার জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়েছে।


শনিবার (১৩ মে) ঢাকার এক ব্যবসায়ী ফেরিঘাট থেকে ৩ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৯০০ টাকায়  মাছটি কিনে নেন।


মাছ বিক্রেতা শাজাহান সেখ বলেন, জাহাঙ্গীরের কাছ থেকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৯ হাজার ৯০০ টাকায় ইলিশটি বিক্রি করেছি।


গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, পানির গভীরতা না থাকায় এবং নদী ভরাট হয়ে যাওয়ায় ইলিশ ধরা পড়ছে না। কিছুদিন আগে প্রায় পৌনে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল।