দাম বেড়েছে টিসিবির চিনির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


দাম বেড়েছে টিসিবির চিনির
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সংস্থাটি এত দিন প্রতি কেজি চিনি ৬০ টাকা বিক্রি করতো। এবার টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।


এক বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছে টিসিবি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সংস্থাটির মাসিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী পরিবার কার্ডধারীদের পণ্য দেওয়া শুরু হবে। এ দফায় টিসিবি প্রতি কার্ডধারীকে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল দেবে। চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ানো হলেও মসুর ডাল আগের মতো ৭০ টাকা কেজি ও সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দামেই বিক্রি করা হবে।


টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, বাজারে চিনির দাম বেশ বাড়তি। সে জন্য টিসিবিকেও চিনির দামে সমন্বয় করতে হয়েছে। অন্যান্য পণ্যের দাম আগের মতোই থাকবে


আগামীকাল সকালে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।