পরিচালক নন্দিতা রায় হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
কলকাতার চলচ্চিত্র পরিচালক নন্দিতা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ মে) মুক্তি পেয়েছে নন্দিতা এবং শিবপ্রসাদ প্রযোজিত সিনেমা ‘ফাটাফাটি’। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সেখানে হাজির ছিলেন না নন্দিতা।
নন্দিতার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানিয়েছে, তীব্র জ্বর নিয়ে তিন দিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিতা।
তবে চিন্তার কিছু নেই। চিকিৎসকেরা জানান, ইনফ্লুয়েঞ্জা হয়েছে নন্দিতার। খুব বেশি ভয় পাওয়ার কোনও কারণ নেই। আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি। তবে এখনও হাসপাতালেই রয়েছেন। সেই কারণেই শুক্রবার নতুন ছবির প্রিমিয়ারে দেখা যায়নি তাকে।
নন্দিতা রায় হামি, পোস্ত, প্রাক্তনের মতো আলোচিত চলচ্চিত্রের নির্মাণ করেছে।
জেবি/এসবি