থাইল্যান্ডের সৈকতে নজর কাড়লেন তিশা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৩


থাইল্যান্ডের সৈকতে নজর কাড়লেন তিশা
তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিকমাধ্যমে প্রায় সময়ই নিজের নানা মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন লাস্যময়ী এই অভিনেত্রী। ভ্রমণ করতেও বেশ পছন্দ করেন তিনি।


তাই কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে যান বিভিন্ন দেশে। এবার থাইল্যান্ডে অবসর সময় কাটাচ্ছেন তিশা। সম্প্রতি দেশটির ফি ফি সৈকতে নজরকাড়া লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।


ইতোমধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ।’


ওই ছবিগুলোতে দেখা গেছে, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রংয়ের একটি পশ্চিমা পোশাক। সঙ্গে ম্যাচিং করে পরেছেন চোখ ঢাকা কালো চশমা, কানে বাহারি রংয়ের লম্বা দুল।


তিশার পোস্টটিতে ৬০ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ৫ হাজারেরও বেশি মন্তব্য করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।


জেবি/এসবি