ফের বলিউডে রাশ্মিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। বলিউডে এগিয়ে যাচ্ছেন তিনি। বলিউডে তার অভিষেক হয়েছে ‘গুডবাই’ সিনেমা দিয়ে। এতে অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে তাকে। এই সিনেমাটি বক্স অফিসে তেমন ভাবে সাফল্য না পেলেও বেশ প্রশংসিত হয়েছে রাশ্মিকার কাজ।
পরে তার অভিনীত আরেকটি সিনেমা ‘মিশন মজনু’। এতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা গিয়েছে তাকে। এরপর রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’-এ দেখা যাবে তাকে। এখন কাজ চলছে ছবিটির। তবে তার আগেই এই অভিনেত্রীর সিনেমা প্রায় চূড়ান্ত হয়ে জানা গেছে।
জানা যায়, এরপর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘পুষ্পা’র নায়িকা। এ নিয়ে ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘ভুল ভুলাইয়া টু’ খ্যাত পরিচালক অনীশ বাজমি। শোনা যাচ্ছে, ওই সিনেমাটে শাহিদের বিপরীতে রাশ্মিকাকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা।
একতা কাপুর এই সিনেমাটির প্রযোজনা করছেন। শোনা গেছে, এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহিদকে। যদিও এখন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো ঘোষণা করা হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। তবে দেশজোড়া জনপ্রিয়তার কথা মাথায় রেখে রাশ্মিকাকেই পেতে মুখিয়ে রয়েছেন নির্মাতারা।
জেবি/এসবি