এডভেঞ্চার প্রেমীদের আদর্শ স্হান হতে পারে চট্টগ্রামের সোনাইছড়ি ট্রেইল
🕐 প্রকাশ: ০৫:১৯ পিএম, ১৪ই মে ২০২৩

সোনাইছড়ি ট্রেইলে কয়েকজন পর্যটক
দুর্গম পাহাড়-পর্বতের পথ পেরিয়ে গহীনের সৌন্দর্য আস্বাদনই চরম জয়ের অনুভূতি। অসংখ্য সৌন্দর্যের এক উপাখ্যান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা।
সৌন্দর্যে মোড়ানো এই উপজেলায় প্রকৃতির সবকিছুই আছে। আর যত পাহাড়ি ট্রেইল আছে তার মধ্যে সবচেয়ে দুর্গম, রহস্যময় এবং সুন্দর ট্রেইল হলো সোনাইছড়ি ট্রেইল।
সীতাকুণ্ডের মীরসরাই পাহাড় রেঞ্জের হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত বন্য পাথুরে সোনাইছড়ি ট্রেইল বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত। ২৮ কিলোমিটার দীর্ঘ এই ট্রেইলটি মীরসরাইয়ের অন্যান্য ট্রেইলগুলো থেকে একদম আলাদা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যাদের সাপ বিচ্ছু জ্বিন ভূত এবং জোঁকের ভয় আছে তাদের যাওয়া একদম ঠিক হবেনা, কারণ এই ট্রেইলে অনেকেই নাকি জিন ভূতের অস্তিত্ব পেয়েছে, আর সাপ ভাদুর খেতে পছন্দ করে তাই সাপ আছে প্রচুর পরিমানে।
এই ট্রেইলের বাদুইজ্জাখুম বা বাঁদুরে কুম এক সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর কুম, যার দুপাশের পাথরের দেয়াল খাড়া ১০০-১৫০ ফুট উচু। উপরের গাছপালা ভেদ করে আলো তেমন আসেনা, ভেতরের হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপ্টানো আর কিচকিচ চিৎকারে কান পাতা কঠিন, আর ভিতরে বাজে গন্ধ সৃষ্টি করে রেখেছে ভয়াবহ এক ভুতুরে আবহ।
এই ট্রেইল এতটাই দুর্গম যে ভরা বর্ষায় এটাতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেবলমাত্র শীতকালেই এটাতে যাওয়া সম্ভব হয়, তাও কিছুটা ঝুঁকি থেকেই যায়। খাড়া সব গিরিখাত, গভীর সব কুম আর পিচ্ছিল রাস্তা, বিশাল আকারের সব পাথর, বাদুরের উৎপাত, জোঁকের ভয়, সব মিলিয়ে এটা যে একটা বেশ কষ্টকর আর এডভেঞ্চারাস জায়গা, তাতে কোন সন্দেহ নেই।
ট্রেইলের প্রায় শেষের দিকে আছে সোনাইছড়ি ঝর্ণা, বিচিত্রসব ক্যাসকেড, আছে বাদুর-কুম বা বাদুইজ্যাকুম। প্রচুর পরিমাণে বাদুরের কারণে এরকম নাম। অত্যন্ত গভীর এই কুমে পাওয়া যায় বিভিন্ন জাতের মাছ। স্থানীয়রা সেসব শিকার করেন বিভিন্ন সময়।
আরএক্স/
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন
🕐 প্রকাশ: ০৩:৪০ পিএম,১লা জুন ২০২৩

ছবি: সংগৃহীত
সংসদে উপস্থাপিত হতে যাওয়া ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা সূত্রে এসব তথ্য জানা যায়। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: বাজেট পাস হবে ২৬ জুন
এদিন বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি বাংলাদেশের ৫২তম বাজেট। আগামী ২৬ জুন এ বাজেট সংসদে পাস হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী
এ বাজেট অনুমোদনের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেবি/এসবি
বাজেট উপস্থাপন শুরু
🕐 প্রকাশ: ০৩:৩২ পিএম,১লা জুন ২০২৩

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের) বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
আরও পড়ুন: বাজেট পাস হবে ২৬ জুন
এবার নির্বাচনী বছরের বাজেটে ভোটের কথা মাথায় রেখে ব্যক্তিখাতে বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন, কৃষিখাতে সন্তোষজনক প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়নে সমন্বিত কার্যক্রম এবং সরকারি বিনিয়োগের ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির আকার ও এর বাস্তবায়ন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে এবারের বাজেটে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন: বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী
বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ৫১টি বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ১৪টি বাজেট ঘোষণা করেছে। এবার টানা ১৫তম বাজেট ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
এর আগে কোনো সরকার টানা ১৫টি বাজেট ঘোষণা করতে পারেনি এবং ৭ লাখ কোটি টাকার মতো এত বড় বাজেট কখনও আসেনি। তাই এবারের বাজেটকে ‘ঐতিহাসিক বাজেট’ হিসেবে উল্লেখ করছেন অর্থনীতিবিদরা।
জেবি/এসবি
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গণিত বিভাগের ড. আনিছুর
🕐 প্রকাশ: ০৩:২৭ পিএম,১লা জুন ২০২৩

ড. আনিছুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৫৯ তম সিন্ডিকেট সভার ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন গণিত বিভাগের ড. আনিছুর রহমান।
বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭.৭৪ শতাংশ
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভায় ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী গণিত বিভাগের ড. আনিছুর রহমানকে সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি করে অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও সভায় তিনি ছাড়া আইন বিভাগের ড. মাকসুদা আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. খালিদ হোসেন জুয়েল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. মো. তানভীর সরোয়ারকে অধ্যাপক পদে পদোন্নতি করা হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. আনিছুর রহমান অভিমত প্রকাশ করে বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রসাশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পদোন্নতি আমার শিক্ষা ও গবেষণার কর্মকে আরও বেগবান করে তুলবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন
প্রসঙ্গত, এর আগে ড. আনিছুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জেবি/ আরএইচ/
প্রবাসী ও রফতানি আয়ে ডালারের দাম আরও বাড়লো
🕐 প্রকাশ: ১২:৫৭ পিএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি
প্রবাসী আয়ে ডলারের দাম দাম আরও ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আর রফতানি আয়ের ডলারের দাম বেড়েছে এক টাকা।
বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে। রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে মিলবে ১০৮ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুন: ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা
এর আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যেত ১০৮ টাকা। রফতানি আয়ের ক্ষেত্রে আজ থেকে প্রতি ডলারে মিলবে ১০৭ টাকা। আগে রফতানি আয়ে প্রতি ডলারে পাওয়া যেত ১০৬ টাকা।
বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নেয়।
জেবি/এসবি
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট
🕐 প্রকাশ: ১২:২০ পিএম,১লা জুন ২০২৩

ইসমাইল চৌধুরী সম্রাট। ফাইল ছবি
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
আরও পড়ুন: শেষ বারের মত চার্জগঠনের সময় পেলেন সম্রাট
সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত বছরের ২২ অক্টোবর তিনি স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।
জেবি/ আরএইচ/