২ দিন পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৫১ এএম, ১৫ই মে ২০২৩


২ দিন পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে প্রায় ৫১ ঘণ্টা পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।


সোমবার (১৫ মে) সকালে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আফতাব হোসেন গণমাধ্যমকে জানান, মোখার প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পড়েনি। তারপরও নৌদুর্ঘটার কথা চিন্তা করে এই রুটে শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।