আমরা অনেক এগিয়ে আছি: এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


আমরা অনেক এগিয়ে আছি: এরদোয়ান
ছবি: আলজাজিরা

প্রেসিডেন্ট নির্বাচনে আমি আমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। তবে প্রথম রাউন্ডেই তার বিজয় নিশ্চিত হওয়ার ব্যাপারে আমি এখেনো দ্বিধায় আছি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।


রবিবার (১৫ মে) আঙ্কারায় পার্টির সদরদফতরে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 


এরদোয়ান বলেন, তিনি প্রধান বিরোধীদলের প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোটে এগিয়ে আছেন।


তিনি আরও বলেন, আমার পুরো রাজনৈতিক জীবনে কোনো ব্যতিক্রম ছাড়াই সবসময় জাতীয় ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে আসছি। আমরা এই নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আগামী নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করব।


এরদোয়ান বলেন, সরকারি ফলাফলে তার ব্যবধান আরো বাড়বে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমরা প্রথম রাউন্ডেই জয়ী হবো।


রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু নিউজ অ্যাজেন্সির হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ ভোট গণনার পর রিসেপ তায়েপ এরদোয়ান ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছেন। আর তার প্রধান চ্যালেঞ্জার কেমোল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪৪.৭৬ ভাগ।


সূত্র : আল জাজিরা, সিএনএন

জেবি/ আরএইচ/