শাকিবের করা ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ নিয়ে যা বললেন বুবলী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


শাকিবের করা ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ নিয়ে যা বললেন বুবলী
শাকিব খান ও শবনম বুবলী

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একের পর এক আলোচনা-সমালোচনা লেগেই আছে!  চলছে একে অপরের কাছে অভিযোগ। এরই ধারাবাহিকতায় রোববার শাকিব খান বুবলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। 


সম্প্রতি গণমাধ্যমে দেওয়া শাকিব খান এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘নানা জনের সঙ্গে অবৈধ সঙ্গে সম্পর্কের’ অভিযোগ তোলেন। এ অভিযোগের জবাব দিয়েছেন বুবলী।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এটা খুবই হাস্যকর আর কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। কারণ কোনো পুরুষ কোনো মেয়েকে অপমান করতে চাইলে বা হেয় করতে চাইলে সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার কোনো প্রমাণ দরকার হয় না জাস্ট বলে দিলেই হয় যেটা খুব বাজে মানসিকতার পরিচয়।’


বুবলী আরও বলেন, আমি অনেক বছর ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও আমাকে দেখে না। কারণ আমি ওভাবেই আমার জীবন ধারণ করি। 


তিনি বললেন, ‘তা ছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানেন। না হলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কখনো তো এমন কিছু পাননি বা লিখলেন না কারণ আমার বেসিকটা কখনই উগ্র ধরনের জীবনযাপনের নয়’


নায়িকা আরও বলেন, ‘তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে এটা তার খুব পছন্দের শব্দ মনে হয়। তার জীবনের অনেক ক্ষেত্রে তিনি এটা খুব ব্যবহার করেন যেটা দিয়ে উনি কী বোঝান সেটা উনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’


জেবি/এসবি