সিঙ্গাপুরে নায়ক ফারুকের প্রথম জানাজা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


সিঙ্গাপুরে নায়ক ফারুকের প্রথম জানাজা
প্রয়াত অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক)

আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ। এর আগে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।


এর আগে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বেশকিছুদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি।


দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ফারুক। ২০২১ সালে অনেক দিন কোমায় ছিলেন তিনি। তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া মস্তিষ্কের সংক্রমণসহ নানা সমস্যায় ভুগছিলেন।