চিত্রনায়ক ফারুকের মরদেহ আসবে কাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩
ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ আগামীকাল ঢাকায় পৌঁছাবে।
মরদেহ নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৬ মে) ভোড় সাড়ে ৫টায় রওনা হবে ফারুকের পরিবার। সিঙ্গাপুর থেকে সোমবার দুপুরে ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান সংবাদমাধ্যমকে বলেন, আমরা কাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় রওনা হবো। হয়তো ৮টার মধ্যেই পৌঁছে যাবো।
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়ে ফারিয়া জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে বাবাকে দাফন করা হবে। তবে জানাজার নামাজের বিষয় এখনো পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরেণ্য এই অভিনেতার প্রয়াণে শোকে মুহ্যমান পুরো ঢালি পাড়া।
জেবি/এসবি