এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই মিয়া ভাই: জায়েদ খান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই মিয়া ভাই: জায়েদ খান
চিত্রনায়ক ফারুকের অসঙ্গে জায়েদ খান

না ফেরার দেশে পাড়ি জময়েছেন ঢালিউডের 'মিয়া ভাই' খ্যাত চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।


কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর খবরটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না অভিনেতা জায়েদ খান। সামাজিকমাধ্যমে সে কথাই জানিয়েছেন তিনি।


 চিত্রনায়ক ফারুকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এতক্ষন কিছু লিখিনি কারন মনে হয়েছে আপনি বেচে আছেন।কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন।এটা তো কথা ছিল না। বলেছিলেন ‘জায়েদ আসতেছি আড্ডা হবে।’ এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই মিয়া ভাই।


প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে।


জেবি/এসবি