সরিষাবাড়ীতে আ. লীগ নেতা আব্দুল গণির স্ত্রীর দাফন সম্পন্ন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


সরিষাবাড়ীতে আ. লীগ নেতা আব্দুল গণির স্ত্রীর দাফন সম্পন্ন
ছবি: জনবাণী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণির স্ত্রী জান্নাতুল ফেরদৌস চামেলী বেগমের দাফন সম্পন্ন হয়েছে। 


মঙ্গলবার (১৬ মে) প্রথম জানাযা নামাজ সকাল ৮ টায় জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকার চেয়ারম্যান বাড়িতে ও ২য় জানাযা নামাজ সরিষাবাড়ী পৌর এলাকার আব্দুল গণির নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।  


এদিকে আব্দুল গণির স্ত্রী চামেলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিনসহ উপজেলার নেতারা। 


তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


জানাযা নামাজে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজুল হক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন অর-রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, অর্থ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, এসআই হুমায়ুন, সাতপোয়া চেয়ারম্যান আবু তাহের, পোঘলদিঘা চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিক, ডোয়াইলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, মহাদানের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মাষ্টার, মানবকণ্ঠের প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।