বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অফ স্পোর্টস মেডিসিনের নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
এ সময় নতুন কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহ সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, সদস্য অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, সহযোগী ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএ/