আবারও প্রেসিডেন্ট হলে যে উদ্যোগ গ্রহণ করবেন এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


আবারও প্রেসিডেন্ট হলে যে উদ্যোগ গ্রহণ করবেন এরদোয়ান
তাইয়েপ এরদোয়ান

তুরস্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হয়েছে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। এবার আগামী ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কিলিচদারওলুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।


নির্বাচনের প্রথম দফাতে কিলিচদারওলুর চেয়ে ৫ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন এরদোয়ান। দ্বিতীয় দফার বিজয়ী হওয়ার আরও বেশি সম্ভাবনা রয়েছে তার।


দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ান জিততে পারলে  তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হবেন। তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হিসেবে তার অবস্থান বজায় থাকবে। তার অধীন তুরস্কে ২০১৮ সালে গৃহীত প্রেসিডেন্টশাসিত শাসনব্যবস্থা অব্যাহত থাকবে।


এছাড়া জীবনযাপনের খরচ বাড়া জনিত চাপ থেকে মানুষকে স্বস্তি দিতে এরদোয়ান সরকার জ্বালানি বিলে ভর্তুকি, অবসর ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া, সরকারি কর্মীদের বেতন এবং ন্যূনতম মজুরির পরিমাণ বাড়াবে। পাশাপাশি তুরস্কের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি মুনাফার হারও কমিয়ে দেবেন।


এরদোয়ান জানিয়েছেন, তিনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতিমালা প্রণয়ন করবেন, যা আঞ্চলিক, আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলোর ওপর প্রভাব বজায় রাখবে।


জেবি/এসবি