কুমিরের নেকলেসে নজর কাড়লেন উর্বশী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


কুমিরের নেকলেসে নজর কাড়লেন উর্বশী
উর্বশী রাউতেলা

বলি পাড়ার তারকা অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার নতুন লুকে নেটিজেনদের নজর কাড়লেন তিনি। কান ফেস্টিভ্যালে কুমিরের আদলে তৈরি নেকলেস পরে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী।


মঙ্গলবার (১৬ মে) বিশ্বের সবচেয়ে বড় কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী।


উর্বশীকে দেখা গেছে, এ দিন গোলাপি রঙের একটি গাউনে পরা ছিল তার। সঙ্গে কানে এবং গলায় পরেছেন কুমিরের ডিজাইনে তৈরি জুয়েলারি। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকেই ধরা দিয়েছেন তিনি।


জানা যায়, এটি ডিজাইন করেছেন প্যারিসের খ্যাতনাম ডিজাইনার সীমা কাউচার।


উর্বশীর এমন সাজপোশাকে নজর কেড়েছেন সবার। কুমিরের আদলে তৈরি এমন নেকলেসে রীতিমতো আলোচনায় এসেছেন উর্বশী। সামাজিকমাধ্যমে ওই ভিডিওতে এমন জুয়েলারি দেখে অনেকেই করেছেন ভূয়সী প্রশংসা। আবার কেউ বা করেছেন নেতিবাচক মন্তব্য।


নেটাগরিক একজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর অথচ গলায় টিকটিকি ঝুলিয়ে রেখেছে।’ উর্বশী এক অনুরাগী লেখেন, ‘তুমি বিশ্বের সেরা সুন্দরী।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।


জেবি/এসবি