জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ফল প্রকাশ আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৩
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল চারটা থেকে মুঠোফোনের খুদে বার্তায় ফল জানা যাবে। তা ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে।
এছাড়া মুঠোফোনের খুদে বার্তায় ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
জেবি/এসবি