মৃত্যুর আগে বলিউড বাদশাকে দেখার ইচ্ছা ক্যানসার আক্রান্ত ভক্তের


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


মৃত্যুর আগে বলিউড বাদশাকে দেখার ইচ্ছা ক্যানসার আক্রান্ত ভক্তের
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। ভারতে যেমন তার জনপ্রিয়তা আকাশচুম্বি, তেমনি বিশ্বের অন্যান্য দেশেও দারুণ জনপ্রিয় তিনি। তাকে এক পলক দেখার জন্য কতশত ইচ্ছে পোষণ করে রেখেছেন ভক্তরা! কেউ কেউ মরার আগেও একবার দেখতে চান তাকে। সম্প্রতি তেমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। 


ভারতের খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী। বয়স ৬০ এর উপরে। আবার তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত।  এ বয়সেও তার একটাই ইচ্ছা, স্বপ্নের নায়ক শাহরুখকে একবার সরাসরি দেখা।


জানা গেছে, মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য মরিয়া মেয়ে প্রিয়া চক্রবর্তী। তাইতো সরাসরি টুইট করলেন বলিউড তারকাকে।


ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, শিবানীর বাড়ির দেয়ালজুড়ে শুধু শাহরুখের ছবি। ডর, চক দে ইন্ডিয়া, জিরো থেকে শুরু করে তার অভিনীত বিভিন্ন সিনেমার পোস্টার।


তিনি কিং খানের এতটাই ভক্ত যে, এ শরীর নিয়েও কেকেআরের কোনো ম্যাচ মিস করেন না তিনি। ঘরে কেকেআরের পতাকা ও জার্সি রয়েছে।


এ বয়স্ক নারীকে মরণরোগ ক্যানসারে ভুগছেন। ইতোমধ্যে দশবার কেমোথেরাপি হয়েছে। চিকিৎসকরা নির্দিষ্ট সময়ও নির্ধারণ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, বেশিদিন বাঁচবেন না তিনি। আর তাইতো মায়ের শেষ বয়সে শেষ ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ জানিয়ে সামাজিকমাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করেন তার মেয়ে প্রিয়া।


জেবি/এসবি