কাঠালিয়ায় সুদমুক্ত ঋণের চেক বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


কাঠালিয়ায় সুদমুক্ত ঋণের চেক বিতরণ
ছবি: জনবাণী

ঝালকাঠির কাঠালিয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপজেলার পাঁচটি প্রকল্প গ্রামের সদস্যদেরকে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে ৩২ জন নারী-পুরুষ ঋণ গ্রহীতার মাঝে ১৩ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 


উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত এ ঋণ বিতরন করেন। 


উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মো. ফারুক হোসেন খান ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ। 


কাঠালিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় এ চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন।