দেশে ৩৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩
দেশে গত ২৪ ঘন্টায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৯৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬৩৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৩৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ নয় হাজার ২১৫টি।
জেবি/ আরএইচ/