সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:১০ পিএম, ৯ই আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন
সাংবাদিক তুহিন। ফাইল ছবি।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সরাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


চট্টগ্রাম ব্যুরো: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে। চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ এই ছিল তাঁর ‘অপরাধ’।


এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর হয়ে উঠেছে ক্ষোভ, শোক ও প্রতিরোধের মঞ্চ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এক কণ্ঠে ঘোষণা দেন— “এটি কেবল একজন সংবাদকর্মীকে হত্যা নয়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নতুন বাংলাদেশের গণমাধ্যমের গলা কেটে ফেলা।”


সভাপতিত্ব করেন সিআরএ সভাপতি সোহাগ আরেফিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন সহ-আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ।


প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাইনুদ্দিন কাদেরী শওকত, সাংবাদিক কামরুজ্জামান রনি, এস এম পিন্টু, শিব্বির আহমেদ ওসমান, ব্যুরো প্রধান মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন রমিজ, প্রচার সম্পাদক রোমেন চৌধুরী,দপ্তর সম্পাদক মো. আশ্রাফ, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. ফয়সাল হাসান জনি, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, কার্যকরী সদস্য এম আর মিলন, শহিদুল ইসলাম, আরিয়ান লেনিন, মো. ইসমাইল ইমন, মো. জাহাঙ্গীর আলম, মো. ইকবাল, নারী সাংবাদিক রোজী আক্তারসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেন।


২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় দিনের আলোয় এভাবে সাংবাদিক খুন হওয়ার অর্থ, আমরা ভয়াবহ আইনশৃঙ্খলা বিপর্যয়ে আছি। যেসব সন্ত্রাসী সাংবাদিকদের রক্তে কলম ভেজাতে চায়, তাদের রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে দমন না করা হলে আগামী দিনে শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষের কণ্ঠও রুদ্ধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়ে বক্তারা বলেন— “এটি শুধু একজন তুহিনের জন্য লড়াই নয়; এটি সত্য, ন্যায় ও স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার লড়াই।”

সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’ স্লোগান দিতে দিতে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন, আর শহরের বাতাসে প্রতিধ্বনিত হয় প্রতিবাদের ধ্বনি।


কক্সবাজারে: দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় পুরাতন শহীদ মিনার (গুনগাছ তলা) এলাকায় অনুষ্ঠিত এই প্রতিবাদে কক্সবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। তারা তুহিনের নির্মম হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকরা সমাজের সত্যের ধারক, তাদের প্রতি যেকোনো ধরনের হামলা গণতন্ত্রের প্রতি আঘাত। অবিলম্বে দোষীদের শাস্তির পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।


এই প্রতিবাদ কর্মসূচি কর্মক্ষেত্রে নির্যাতন, হুমকি-ধমকি এবং হত্যাকাণ্ড বন্ধে একটি জোরালো বার্তা হিসেবে ধরা হয়েছে।


মৌলভীবাজার: গাজীপুরের চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ আসাদুজ্জামান তুহিন-কে জনসম্মুখে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনা সহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করে  মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি: মৌল: ০৩৮)।

 পৌর মার্কেট চত্বর, (কোর্ট রোড, শাহ মোস্তফা সড়কের পয়েন্টে) শনিবার  ৯ আগষ্ট দুপুর ১ টা মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের  সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে ও সৈয়দ ময়নুল ইসলাম রবিনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় ও মানববন্ধন অনুষ্টিত হয়। 


প্রতিবাদ সভায় ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধক্ষ্য তৌফিক আহমেদ রাজন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক( একাংশ) এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মতিন বক্স, সৈয়দ মমসাদ আহমদ, দুরুদ আহমেদ, মামুনুর রশীদ তরফদার, জোসেফ আহমদ, জোবায়ের আহমদ, মো: সাইফুল ইসলাম, মনজু বিজয় চৌধুরী, মো: মনিরুজ্জামান, এনামুল হক আলম, এসএম ফজলুর রহমান, জাহাঙ্গির হোসেন, পায়েল আহমেদ, রোয়েল আহমদ, মখলিসুর রহমান সহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।


রংপুর: ‘অতীতে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিক হত্যা, খুন, নির্যাতন ও নিপীড়নের অন্যতম কারণ বলে মন্তব্য করেছে রংপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। তারা অভিযোগ করছেন, বিগত সময়ের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গত দেড় মাসে দুই সাংবাদিক হত্যাসহ ৬ মাসে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নের ১৯৬ ঘটনা ঘটেছে। সবশেষ জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার মধ্যদিয়ে দুর্বৃত্তরা প্রমাণ করেছে এদেশে কেউই নিরাপদ নয়।’


শনিবার (৯ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ।


এতে সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আতিক হাসান, রংপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি শরিফা বেগম প্রমুখ।


সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে ৪ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের স্বৈরচারী শাসনামলে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের তাহির জামান প্রিয়সহ নিহত ৬ সাংবাদিকের সকলেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সাংবাদিক হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পর্যন্ত দিতে পারেনি। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১১৯ বার পেছানো হয়েছে।


বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিক হত্যা, খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৬ বছরে রাজধানীসহ সারা দেশে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার হয়নি। রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমকে এখনো যারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। দুই হাজার লাশের পর দাঁড়িয়ে ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার। এখনো হত্যা, নির্যাতন বন্ধ হয়নি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় সরকার এড়াতে পারে না। তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাসহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।


মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিসিএ রংপুর, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রেসক্লাব, পীরগাছা প্রেসক্লাব, প্রেসক্লাব কাউনিয়া, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীরা অংশ নেন।


প্রসঙ্গত, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এক দল দুর্বৃত্ত প্রকাশ্যে দা, চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আগের দিন বুধবার বিকেলে নগরীর সাহাপাড়া এলাকায় বেদম মারধরের শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন। প্রকাশ্যে টেনেহিঁচড়ে, পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।


কাশিমপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ই আগস্ট সন্ধ্যা ৭ টার  সময় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ারের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুর থানা প্রেস ক্লাব ও কাশিমপুর প্রেসক্লাব এর যৌথ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানা প্রাঙ্গণে কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকারের  সঞ্চালনায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।


মানব বন্ধনে বক্তব্য রাখেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার (বাংলা টিভি) কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা) থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন (সাপ্তাহিক বার্তা বাজার) ,সহ-সভাপতি মেহেদী হাসান (মোহনা টিভি),জামাল আহম্মেদ (চ্যানেল এস ও দৈনিক জনবাণী) মোহাম্মদ আলী সীমান্ত (বিজয় টিভি),সোহরাব হোসেন (দৈনিক ঘোষণা),শাহাদাত হোসেন (দৈনিক ঘোষণা) সহ অনেকে। বক্তারা বলেন, প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 


এছাড়া সাংবাদিক আনোয়ার হোসেনের উপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা বাধাহীনভাবে কাজ করতে পারবে এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আর কোনো সংবাদকর্মীকে যেন সত্য প্রকাশের কারণে প্রাণ দিতে না হয় এ দাবি সরকারের প্রতি জোরালোভাবে তুলে ধরা হয়।


মানব বন্ধনে সাংবাদিকরা দাবি তুলে ধরেন,

১) সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে,২)সাংবাদিকদের জন্য নিরাপদ আইন প্রনয়ণ করতে হবে, ৩)সাংবাদিক তুহিনের পরিবারে সরকারি সহায়তা প্রদানের অনুরোধ করেন, ৪)সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় নীতিমালা। 

মানববন্ধনের শেষে সাংবাদিক তুহিনের রুহের মাগফেরাত ও সাংবাদিক আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।


উজিরপু: ঢাকা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে সংবাদ প্রকাশের জেরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় শোক, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর  প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নের্তৃবৃন্দ গভীর শোক,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । 


যৌথ বিবৃতিতে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাসেম সেন্টু ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শরীফ বলেন, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা শুধু ন্যক্কারজনক ঘটনাই নয়, এটি দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বর আঘাত হানা হয়েছে। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় জীবন দিতে হয়।

সত্য সংবাদ প্রকাশ করতে না পাড়ায় বাংলাদেশের সকল সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। হত্যার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।  জড়িত খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের  সু-দৃষ্টি কামনা করেছেন।


জামালপুর : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাব রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক জাহিদ হাবিব, সাংবাদিক আনোয়ার হোসেন,   সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন ।  


এ সময় সাংবাদিক সুজিত রায়, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা,  সাংবাদিক আলী আকবর, সাংবাদিক নাইম আলমগীর,  সাংবাদিক মেহেদী হাসান  সহ দেশের বিভিন্ন টেলিভিসনের ও প্রিন্ট মিডিয়ার কর্মরত জেলার প্রায় অর্ধশতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা। 


মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে,  নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে।


তিনি বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। 


তিনি বলেন,  সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান হাফিজ রায়হান সাদা। 


এদিকে শনিবার (৯ আগস্ট) দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  


অন্যদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক  শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


নওগাঁ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন কে ইট দিয়ে মাথা থেঁতলা হত্যা চেষ্টার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ,  জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণত সম্পাদক  রিফাত হোসাইন সবুজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোটার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেকসহ সাংবাদিকরা। 


বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক  হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান।


এ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


জয়পুরহাট: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এসময় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, শাহাবুদ্দীন হোসেন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 


বক্তারা, গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


এছাড়াও বিভিন্ন উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


চাঁদপুর  প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মতলব উত্তর উপজেলার কর্মরত সাংবাদিকরা।


শনিবার (৯ আগস্ট) দুপুরে মতলব উত্তর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি কামরুজ্জামান হারুন, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুমন আহম্মেদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি শেখ ওমর ফারুক, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজি, দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক চাঁদপুর সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আল-আমীন পারভেজ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি শামীম মিয়াজি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি শাহিন আলম, দৈনিক চাঁদপুর বার্তা প্রতিনিধি সাইদুর রহমান শিপলু, দৈনিক জনবানী প্রতিনিধি মেরাজ উদ্দিন সুভ, সাপ্তাহিক মতলব বার্তা প্রতিনিধি মাঈনুল ইসলাম, দৈনিক এশিয়া প্রতিনিধি আশিকুল ইসলাম। 


সঞ্চালনায় ছিলেন দৈনিক আইন বার্তা প্রতিনিধি নুর মোহাম্মদ খান। 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি মুক্ত গণমাধ্যম, জনগণের জানার অধিকার ও সত্যের ওপর বর্বর আক্রমণ। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলজে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ হবে, যা গণতন্ত্র ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করার দাবি জানান তারা।


মধ্যনগরে: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় কেন্দ্রীয় মানববন্ধনের কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুঁড়ির  আঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। অন্যানদের মাঝে  বক্তব্য রাখেন নচিকেতা ইসলামের উপদেষ্টা মোঃ ইউনুস মিয়া, উপদেষ্টা রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট,  কোষাধক্ষ্য মো. মোসাব্বির, সাংবাদিক ডাক্তার সাইদুর রহমান জিয়া, বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং জাতির বিবেক সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সাংবাদিকদের জান মালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে নিউজ করা সাংবাদিকদের নৈতিক  দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে আমরা সকলেই এক আছি  এবং এক থাকবো। সাংবাদিক তুহিনের হত্যাকারীদের  আইনের আওতায় এনে প্রকাশে ফাঁশির দাবি জানায় বক্তারা। 



দেবিদ্বার: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার  দেবিদ্বার উপজেলার সাংবাদিকরা।


শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে’  মানববন্ধন থেকে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কালের কন্ঠ দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল,  দৈনিক আমার সংবাদওজনবানী মো এনামুল,হক আমাদের দেবিদ্বার পত্রিকার সম্পাদক .এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মো. ময়নাল হোসেন (ভিপি), দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর,  দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আহাম্মেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকাার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি মো. মাহফুজ আহমেদ, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক খান, আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সিয়াম আহমেদ প্রমূখ। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আমার শহর প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক বাংলা প্রতিনিধি গোলাম রাব্বী প্লাবন, মানব জমিন প্রতিনিধি মো. রাসেল সরকার, দৈনিক নতুন কুমিল্লার প্রকাশক মমিনুর রহমান বুলবুল, দৈনিক সমাচার প্রতিনিধি ডাঃ ওমর ফারুক, দৈনিক খবর পত্র প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, দৈনিক কুমিল্লার আলো সাব এডিটর মো. মামুনুর রশিদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার এমজেএ মামুন, চ্যানেল এস টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি নেছার উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মালদ্বীপ প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি এমএ হালিম, দৈনিক গণতদন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক বাংলার দূত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ভূইয়া, ডেইলি প্রজেক্ট টাইম প্রতিনিধি শাহ আল আমিন আমানত, দৈনিক বর্তমান কথার ষ্টাফ রিপোর্টার পারভেজ আলম, বাংলা ৫২ নিউজ এর কবির হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. জুয়েল উদ্দিন সরকারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইনের প্রতিনিধি।


বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়ায় একের পর এক হত্যাকান্ড, মিথ্যা মামলায় হয়রানী, হামলা, নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। তাই নিজেদের (সাংবাদিকদের)  অস্তিত্ব রক্ষায় বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।


বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও সাগর-রুনী হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপিড়ণ বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।


আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।

গত বৃহস্পতিবার প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।

তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। মো. হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পত্তির পাঁচ ছেলে আর দুই মেয়ের মধ্যে তুহিন ছিল সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন।


বোরহানউদ্দিন: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ঠ্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগষ্ট) সকালে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মো. ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ অন্তর হাওলাদার, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি নীল রতন দে, সাংবাদিক মো. সাগর চৌধুরী প্রমূখ।


বক্তারা বলেন, এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের কোন দল একটি বিবৃত্তি পর্যন্ত দেয় নি যাহা এ পেশার জন্য চরম হুমকি। তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা সহ দেশের সকল সাংবাদিকদের হত্যা ও হামলার বিচার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 


এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সোহেল প্রমূখ সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মিজানুর রহমান।  



জলঢাকা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসমক্ষে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকায় সকল কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানবনন্ধন কর্মসূচীতে জলঢাকা সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


সকল পেশাদার সাংবাদিক নেতৃবৃন্দ নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডকে জঘন্যতম ও নৃশংসতম হত্যাকান্ড হিসাবে উল্লেখ করে এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট নজীর হিসাবে তুলে ধরেন। সকল সাংবাদিকবৃন্দ একটি প্ল্যাটফর্মে এসে তাঁদের বক্তব্যে সাংবাদিকদের নির্ভয়ে কাজের পরিবেশ সৃষ্টি, জীবনের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি না করা ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন দানসহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহনে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানান।


ঝিনাইদহ: গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার সুষ্ঠু বিচারসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, মামলা, হুমকি ও হত্যার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের রাষ্ট্রীয় পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।


শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেস ইউনিটির আয়োজনে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে 


বক্তারা বলেন,  সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের স্বার্থে কাজ করেন। কিন্তু দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর একের পর এক হামলা, হয়রানি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের জন্য বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


মানববন্ধনে উপস্থিত ছিলেন

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি  আসিফ ইকবাল কাজল, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহ নুর আলম,  বাসদ  ঝিনাইদহ জেলার সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, সামাজিক আন্দোলনকারী রেল আব্দুল্লাহ, প্রেস ইউনিটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ, সহ জেলার প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার  কর্মরত  সাংবাদিকরা উপস্থিত ছিল  ।


বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার কার্যকর করার পাশাপাশি সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা আইন, হামলাকারীদের কঠোর শাস্তি, ও প্রতিটি জেলায় সাংবাদিক নিরাপত্তা সেল গঠনের দাবি জানান।


হোসেনপুর: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সাংবাদিকেরা।


শনিবার (০৯ আগস্ট) সকালে হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ  মানববন্ধন হাসপাতাল মোড়ে  কর্মসূচী পালিত হয়। 


মানববন্ধনে ইত্তেফাক প্রতিনিধি প্রদীপ কুমার সরকার,জনকন্ঠ প্রতিনিধি এসএম তারেক নেওয়াজ,মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, দৈনিক জনবাণী ও দৈনিক কিশোরগঞ্জ   প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল,আমার দেশ প্রতিনিধি উজ্জল কুমার সরকার,দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম,আমাদের সময় প্রতিনিধি খাইরুল ইসলাম,তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান হক মানিক, সকালের সময় প্রতিনিধি মিজানুর রহমান, মুক্ত খবর ও মুভি বাংলা প্রতিনিধি মাহফুজ রাজা, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আশরাফ আহমেদ,কালের নতুন সংবাদ প্রতিনিধি সোহেল মিয়া,নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব,যায় যায় দিন প্রতিনিধি এসএম রিফাত,রুপালী বাংলাদেশ প্রতিনিধি মো. সাগর মিয়া, তৃতীয়মাত্রা হোসেনপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল,দেশ বার্তা প্রতিনিধি জাকারিয়া আলম, আজকালের আলো প্রতিনিধি, মো. আল আমিন, আজকের খবর প্রতিনিধি আকিল উদ্দিন প্রমূখসহ হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদদয়ক। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির রায়ের মাধ্যমে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 


নান্দাইল: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। 


শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁিসর দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্ঠার প্রতি জোর আহ্বান জানান। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

ছবি-সংযুক্ত



পীরগঞ্জ: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ আগষ্ট) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। 


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোঃ সাদা মিয়া, যুগ্ন আহ্বায়ক মোস্তফা মিয়া, সাংবাদিক বখতিয়ার রহমান, আ. হাকিম ডালিম, এম এ গণি, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।



এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে সন্ত্রাসীরা। 


বক্তারা আরোও বলেন সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলছে, তা দেশের জন্য অশুভ সংকেত। সাংবাদিকরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করেন। সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর নির্যাতন অব্যাহত থাকলে থাকলে স্বাধীন মত প্রকাশ অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রকৃত গণতন্ত্র ব্যহত হবে, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় বাঁধা। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানানো হয়। 



ধর্মপাশা ও মধ্যনগর: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় কেন্দ্রীয় মানববন্ধনের কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুঁড়ির  আঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।    


মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। অন্যানদের মাঝে  বক্তব্য রাখেন নচিকেতা ইসলামের উপদেষ্টা মো. ইউনুস মিয়া, উপদেষ্টা রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট,  কোষাধক্ষ্য মো. মোসাব্বির, সাংবাদিক ডাক্তার সাইদুর রহমান জিয়া, বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং জাতির বিবেক সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সাংবাদিকদের জান মালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 


যে কোন অন্যায়ের বিরুদ্ধে নিউজ করা সাংবাদিকদের নৈতিক  দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে আমরা সকলেই এক আছি  এবং এক থাকবো। সাংবাদিক তুহিনের হত্যাকারীদের  আইনের আওতায় এনে প্রকাশে ফাঁশির দাবি জানায় বক্তারা। 



নরসিংদী : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। 

শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।


নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরুক্ষা  আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।


এসময় বক্তব্য রাখেন  পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সি:সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান উপস্থিত   সাংবাদিক জনবানী  প্রএিকার  বাইজিদ আহাম্মেদ , সাইফুল ইসলাম , আল-আমীন মুন্সী,জাহিদুর ইসলাম জাহিদ, আশাদুল্লা মনা, সৈয়দ মাহবুব, আখতারুজ্জামান সাংবাদিক রাসেল, বেলায়েত হোসেন,  সাংবাদিক পিংকু   সহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজ বৃন্দ মানববন্ধন শেষে নিহত সাংবাদিক  আসাদুজ্জামান তুহিনের বিদ্রোহী আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ক্বারী ইসমাইল ।


পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত । 


শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্মতা প্রকাশ করে পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি,ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা।


উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাব,পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। মানববন্ধনে সাংবাদিকরা তুহিন হত্যাসহ দেশের সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার দাবি করে বলেন,অবিলম্বে সাংবাদিক তুহিন সহ সকল হত্যার শিকার সাংবাদিকদের দ্রুত বিচার করতে হবে। এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানান বক্তারা।


পরে মানববন্ধন শেষে পাটগ্রাম নির্বাহী অফিসার উত্তম কুমার দাস কে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন


নবীনগর: নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন শাহনূর খান আলমগীর।



এসময় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,সাবেক সভাপতি, মাহাবুব আলম লিটন,প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান রিয়াজ,সাংবাদিক আবু কাউছার,এম কে জসিম উদ্দিন,রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফ,সাংবাদিক জহিরুল ইসলাম,আনোয়ার হোসেন,খলিলুর রহমান, হুমায়ন কবির, কাউসার আলম, মিঠু সুত্রধর পলাশ, জামাল হোসেন পান্না সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা সকল ক্লাবের সদস্যবৃন্দ । 


মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।


তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।


 নকলা: শেরপুরের নকলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।


শনিবার (৯ আগস্ট) সকালে পৌর শহরের হল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনটিন সভাপতি শফিউজ্জামান রানা,  ব্যবসায়ী মশিউর রহমান জুয়েল, সিনিয়র সাংবাদিক হযরত আলী ও জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


এতে সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



দুমকিতে: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত করেছেন।


শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাংবাদিক দেলোয়ার হোসেন, এবাদুল হক, সাইদুর রহমান খান, আমির হোসেন, কাজী বেলাল হোসেন দুলাল,জামাল হোসেন, সহিদুল ইসলাম সরদার, জাহিদুল ইসলাম, কাজী জুবায়ের ইসলাম সোহান প্রমুখ। এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



কালাই: “দৈনিক প্রতিদিনের কাগজ” গাজিপুর এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো.র সাংবাদিক আনোয়ার হোসেন কে ইট দিয়ে থেঁতলে মারাত্মক ভাবে আহত করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ( ৯ আগষ্ট) বিকেল তিনটায় কালাই সাংবাদিক পরিষদ এর আয়োজনে বাসস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুনছুর রহমান, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধক্ষ্য আব্দুল বাতেন, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী এবং কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক,রেজুয়ানুল হক, ফেরদৌস বারী সোহেল, তাইফুর রহমান বাবু সহ অনেকে ।


এসময় শাহারুল আলম বলেন,‘সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’




 লাকসাম: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (৯ আগস্ট)  লাকসাম  প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা দুপুরে  সাংবাদিক শাহ নুরুল আলমের  সঞ্চালনায় শুরু হয়, এতে বক্তব্য রাখেন  লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম শান্ত,  লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, লাকসাম সাংবাদিক ইউনিয়নের  সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সমাজসেবক আবু বকর জাহিদ, লাকসাম টিভি নিউজের আব্দুল জলিল, প্রেসক্লাব সদস্য নাজমুল হাসান। 


এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক জাহিদ ইসলাম, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ,হামিদুর রহমান, মাসুদ পারভেজ রনি,আমজাদ হোসেন,  দেলোয়ার হোসেন মনির,  দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল মালেক হিরণ, জাহিদ শান্ত নাজমুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। 


বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


মানববন্ধনে লাকসামের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



দর্শনাঅ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে চুয়াডাঙ্গার দর্শনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টর হিসাবে কর্মরত ছিলেন।



 ৯আগষ্ট শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে  দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জীবননগর ও দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ করেন।



মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা করে সত্যকে দমিয়ে রাখা যাবে না। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। অপরাধীদের বিচার না হলে নৈরাজ্য বাড়বে।’


বক্তারা বলেন, ‘রাষ্ট্রের ও সমাজের সকল কাজে সবার আগে সাংবাদিকরা থাকে। আবার এই সাংবাদিকদেরই নানা ভাবে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হতে হয়। সাংবাদিকরা নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয় না। যার ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’


তারা বলেন, ‘সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অথচ রাষ্ট্রের সেই স্তম্বের নিরাপত্তায় কোনো কোনো আইন নেই। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’


বক্তারা বলেন, ‘যুগে যুগে এদেশে সাংবাদিক হত্যার বা নির্যাতনের সঠিক বিচার হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রত্যাশা ছিলো পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু দুক্ষের বিষয় তা হয়নাই। বরং সাংবাদিক নির্যাতন বাড়ছেই, যেটা খুবই কষ্টের।’


বক্তারা আরও বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়।’



সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিক ও বক্তারা।এ মানববন্ধনে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে,সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন,মাসুম বিল্লাহ,মনিরুজ্জামান ধীরু,হানিফ মন্ডল,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ,সাধারন সম্পাদক তানজির আহম্মেদ ফয়সাল, বক্তব্য রাখেন দর্শনা প্রেস ক্লাবের সদস্য- রিফাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সদস্য চঞ্চল মেহমুদ,জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, প্রবাসী সাংবাদিক শাফায়াত উল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য রেজাউল করীম লিটন, গণউন্নয়ন গ্রন্থাগারের সভাপতি আবু সুফিয়ান, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হারুন অর রশীদ,অনুষ্ঠানটি পরিচালনা করেন,দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন।



সখীপুর: গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সখীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সখীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার না করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন। 


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ,  মতিউর রহমান, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল, মাসুদ রানাসহ অনেকে বক্তব্য দেন। 



এসময় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে





সোনারগাঁ: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌরাস্তা জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক আল আমিন তুষার, গাজী মোবারক, মোকাররম মামুন,শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, এম মোক্তার, জসিমউদ্দিন রাজিবসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।



প্রতিবাদ সভায় বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন।


সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।







তাড়াইল: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রিন্ট, অনলাইন ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীগণ।


শনিবার দুপুর ৩ টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস। বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি ওয়াসিম সোহাগ, দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল।


এছাড়া দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন,  দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মাকদুম সাত্তার রুবেল, দৈনিক দেশের খবরের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন কাঞ্চন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ, দৈনিক জনতার খবরের উপজেলা প্রতিনিধি ওমর খান সানী, আলী হোসেন গেনু, কাজল বিশ্বাসসহ অনেকে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন।


অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। সাংবাদিক হত্যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 



এসডি/