দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩
শুক্রবার দেশের ছয় বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি এবং দুই বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে হচ্ছে কালবৈশাখী ঝড়ও। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (১৯ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। বেলা বাড়লে রোদের দেখা মিললেও এরপর আবার আকাশ মেঘে ডেকে যেতে দেখা গেছে। ঢাকায় আজ দফায় দাফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বরিশাল ও বান্দরবানে।
জেবি/ আরএইচ/