প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন ইন্টারপোল সভাপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল)
সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছি। জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণের
জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
বুধবার
(১৬) ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামালের সঙ্গে বৈঠক শেষে ইন্টারপোল সভাপতি এ সব কথা বলেন।
বৃহস্পতিবার
(১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ
সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন
ইন্টারপোলের সভাপতি।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল
আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরগণ বৈঠকে উপস্থিত
ছিলেন।
ওআ/