১ কোরালের দাম ১৭ হাজার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩
নদীতে ধরা পরা একটি কোরাল মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়। বরগুনার বিষখালী উপজেলার এম বালিয়াতলী এলাকার এক জেলের জালে ধরা পরে ১৩ কেজি ওজনের এ মাছটি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে জেলে মাহমুদ মিয়ার জালে ধরা পরে মাছটি। এরপর বরগুনার মাছ বাজারে নিয়ে আসা হয় মাছটি। সেই বাজারের খুচরা বিক্রেতা সফেজ উদ্দিন মাছটি কিনে নেন এবং প্রতি কেজি মাছ ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেন তিনি। এতে ১৩ কেজি ওজনের মাছটি ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
বরগুনা পৌর মাছ বাজারের খুচরা বিক্রেতা সফেজ উদ্দিন বলেন, মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। এরপর মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেছি।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন।
জেবি/ আরএইচ/