ভেজাল খাদ্য বিক্রির দায়ে ৭ লাখ জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩
রাজধানীর ডেমরায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করার দায়ে ২ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
শুক্রবার (১৯ মে) বিকেলে র্যাব-১০ এ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে মান্নান করপারেশনকে নগদ ৫ লাখ ও এমএম ফুড প্রোডাক্টসকে নগদ ২ লাখ করে টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে নগদ ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবেও বলে জানান তিনি।
জেবি/ আরএইচ/