গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ
🕐 প্রকাশ: ১০:৫৬ এএম, ২০শে মে ২০২৩

ফাইল ছবি
মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে আজ। শনিবার (২০ মে) ১২টায় ১৯টি কেন্দ্রে একসঙ্গে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা চলবে ১টা পর্যন্ত। মানবিক শাখা ইউনিট ‘বি’ থেকে ৯৬ হাজার ৪৩৫ জন জন আবেদন করেছে।
এছাড়া বিজ্ঞান শাখা ইউনিট ‘এ’ থেকে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন এবং বাণিজ্য শাখা ইউনিট ‘সি’ থেকে ৩৯ হাজার ৮৬৫ জন আবেদন করেছেন। আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগ এবং ৩ জুন বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক এই পরীক্ষায় পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার ফল গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জেবি/এসবি
বুয়েটের স্কুল শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন
🕐 প্রকাশ: ০৬:২৩ পিএম,৩১শে মে ২০২৩

শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় দুইশত শিক্ষার্থীর মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে এই কর্মসূচি আয়োজন করে সেইভ সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।
তিনি শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্পের ভয়াবহতা, ভূমিকম্প প্রতিরোধী স্থাপনা নির্মাণের গুরুত্ব এবং সর্বোপরি ভূমিকম্পের সময় কী করণীয় এবং কী করা উচিত নয় বিষয়গুলো গুরুত্বের সাথে ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন।
এসময় সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্পিডের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. রিপন হোড়, বর্তমান সভাপতি ইফতেশাম বাশার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আশিকুর রহমান তালুকদার (নিবিড়)সহ বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে স্পিডের সদস্যবৃন্দ ভূমিকম্পকালীন সতর্কতামূলক ব্যবস্থাসমূহ প্রদর্শন এবং বিশ্লেষণ করেন। স্পিডের জনসচেতনতামূলক কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শ্রেণী শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, স্পিড ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নের্তৃত্বে গঠিত। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষকে সহায়তা করাসহ ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খড়া, নদী ভাঙন, ভূমিকম্পসহ পানীয় জলের আর্সেনিক দূষণরোধে দেশের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
জেবি/এসবি
স্মার্টফোন ব্যবহার করতে পারবে না ভিকারুননিসার শিক্ষার্থীরা
🕐 প্রকাশ: ০১:০৩ পিএম,২৯শে মে ২০২৩

ছবি: সংগৃহীত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। তবে বিশেষ প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমিত নিতে হবে বলে জানা গেছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধু বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে। এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
এতে আরও বলা হয়, ক্লাস চলার সময় শ্রেণিকক্ষের বাইরে ও প্রতিষ্ঠানের আঙিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে–সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যেকোনো ধরনের সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে—এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।
জেবি/ আরএইচ/
আগেভাগেই ঈদ বোনাস পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
🕐 প্রকাশ: ১২:৪৫ পিএম,২৯শে মে ২০২৩

ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবার আগেভাগেই ঈদ বোনাস পাবেন। নানা জটিলতার কারণে নিয়োগ পাওয়ার ৩ মাস পরও বেতন ছাড় হয়নি নতুন নিয়োগ পাওয়া প্রাক-প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষকের।
এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত বেতন ভাতা ছাড় করে প্রাথমিক ও অর্থ মন্ত্রণালয়। এবার সেই বিতর্ক এড়াতে আগেভাগেই ঈদুল আজহার উৎসব এবং শিক্ষা ভাতার ২৫ কোটি ২৬ লাখ টাকা ছাড় করা হয়েছে।
গত ২৫ মে (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: ঈদে উৎসব ভাতা নিয়ে অনিশ্চয়তায় প্রাথমিকের শিক্ষকরা
এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ঈদ উৎসব ও শিক্ষা ভাতা অনুমোদন দেয়া হয়েছে। এ বাবদ ২৫ কোটি ২৪ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর সার-কম্পোনেন্ট প্রাক- প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের নির্মিত ২০২২-২৩ অর্থ বছরে পিইডিপির আওতায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা এবং শিক্ষা ভাতা বাবদ অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগেই বেতন-বোনাস পাবেন প্রাক-প্রাথমিকের ২৪ হাজার শিক্ষক
এ বাবদ মোট ২৫ কোটি ২৬ লাখ ৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ তালিকা প্রাপ্ত থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অধীনে বরাদ্দ এবং ব্যয় করার মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
জেবি/ আরএইচ/
৯ম শ্রেণির রেজিস্ট্রেশন কবে, জানাল বোর্ড
🕐 প্রকাশ: ১১:২৫ এএম,২৯শে মে ২০২৩

ফাইল ছবি
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ জুন থেকে শুরু হবে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফি ছাড়া) ১৭১ টাকা ধার্য করা হয়েছে। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফি ছাড়া) ১৭১ টাকা এবং বিলম্ব ফি-সহ ৩১১ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রবিবার (২৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ সই সংবলিত এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিন বছরের মধ্যে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে/মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। নবম শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সকল তথ্য অনলাইনে আপলোড করতে হবে।
আরও পড়ুন: নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এতে আরও বলা হয়, অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবি করা যাবে না। নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে যে, কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে তাকে নবম শ্রেণিতে ভর্তি করা যাবে না। বিলম্ব ফি ব্যতীত জনপ্রতি ১৭১ টাকা ও বিলম্ব ফিসহ জনপ্রতি ৩১১ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন : নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। এতে কোনো অবস্থায় শিক্ষার্থীকে নিযুক্ত করা হবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট (হার্ড কপি) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল-ক্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।
জেবি/এসবি
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
🕐 প্রকাশ: ১১:২২ এএম,২৮শে মে ২০২৩

ফাইল ছবি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং,৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কর্সের ভর্তিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফল প্রকাশ
এতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হলো।
পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউনসিলের (www.bnmc.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জেবি/এসবি