রাষ্ট্রপতির সঙ্গে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে শনিবার (২০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
জানা যায়, সম্প্রতি সমাপত হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
জেবি/এসবি