১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ২০শে মে ২০২৩


১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি

সিলেটগামী কমলগঞ্জের লাউয়াছড়া বনে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি  ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।  


শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ।


তিনি জানান,  দুর্ঘটনা কবলিত ট্রেনটির ছিটকে পড়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।


 এর আগে শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে রেল লাইনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে  দুটি বগি লাইনচ্যুত হয়। পরে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।


জেবি/এসবি