Logo

পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪০
36Shares
পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
ছবি: সংগৃহীত

বাড়ীতে হচ্ছেনা রান্না, ভরসা শুকনো খাবারে

বিজ্ঞাপন

হুহু করে বাড়ছে তিস্তার পানি। পানিতে ইতোমধ্যে তিস্তা অববাহিকায় রাজারহাট উপজেলার উত্তর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। বন্যার পানিবন্দি হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যানন্দ ইউনিয়নের আলমগীর হোসেন, নিশির নিরাপদস্থানে বসতঘর সরিয়ে নিচ্ছেন। সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এতে বন্যার পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়িসহ ধান, মরিচ ও বাদামের ফসল জমি। বাড়ীতে হচ্ছেনা রান্না, ভরসা শুকনো খাবারে। বন্যার কবলে পড়ছে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খার বড়দরগা, গতিয়াশম, বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি, কালীর মেলা, মৌলভি পাড়া, গাবুর হেলা, তীরবর্তী ও চরাঞ্চলের পরিবারগুলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম দুপুরে খিতাব খাঁ মৌজায় ৪শত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। শুকনো খাবার প্রতি প্যাকেটে রয়েছে, চিড়ামুড়ি, খাবার স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও গ্যাসলাইট। বিতরণকালে তিনি বলেন পানিবন্দি পরিবারের জন্য দুই মেট্রিকটন (জিআর) চাল বরাদ্দ রয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিআরডিপি কর্মকর্তা উজ্জ্বল কুমার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আরিফুল হক, ঘড়িয়াল ডাঙ্গা ইউপি সদস্য, সাদেকুল ইসলাম, মামুনুর রশীদ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD