ডিএমপির তিন ডিসিকে বদলি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২০শে মে ২০২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।
শনিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সই সংবলিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে রমনা বিভাগে, রমনার ডিসি মো. শহিদুল্লাহকে গুলশানে এবং গুলশানের ডিসি মো. আ. আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেবি/এসবি