৪১৫ যাত্রী নিয়ে সৌদি গেল হজের প্রথম ফ্লাইট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৩


৪১৫ যাত্রী নিয়ে সৌদি গেল হজের প্রথম ফ্লাইট
ফাইল ছবি

চলতি বছর ৪১৫ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে রওনা হয়েছে হজের প্রথম ফ্লাইট।


শনিবার (২০ মে) দিনগত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।


এর আগে, শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি