জেদ্দায় পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২১শে মে ২০২৩
চলতি বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে।
বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে ১৫ জন যাত্রী নিয়ে গেছেন; যাদের সবাই সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।
জানা গেছে, আজ রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা। আগে শনিবার (২০ মে) দিনগত ৩টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানের আরও ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।
এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেবি/এসবি