মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন,  নানা স্বরযন্ত্র চলছে, সকল স্বরযন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।  ১৭কোটি মানুষ ,খাদ্য অভাব নাই। এটি কোন যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দামে বেশি ছিলো, আওয়ামীলীগ তা কমিয়ে এনেছে। বিএনপির মিথ্যার-ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাড়াতে হবে। 


শনিবার (২০ মে) বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন তিনি।


বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকিস্তানের প্রেমিকরা, শয়তানরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনিত করতে চায়। এই রাজাকার আলবদররা বিএনপি জামাত, বিএনপি'র পৃষ্ঠপোষক খালেদা জিয়া , যে জিয়াউর রহমান পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছে বাংলাদেশকে, ধর্মান্ধদের কাছে।  সেই খুনি জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে। প্রতিদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা পালাবার পথ খুঁজে পাবে না, সরকারের পতন ঘটাবে।  অনেক আন্দোলন করেছেন ২০১৩,১৪, ১৫ মানুষ পুড়িয়েছেন, পুলিশকেও পুড়ে হত্যা করেছেন। ৫বছর ধরে শান্তিতে আছি, দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।


মন্ত্রী আরো বলেন সারা বিশ্ব আমাদের দেখে অবাক তাকিয়ে রয়, স্যালুট করে। বিদেশিরা বিদেশীরা জিজ্ঞেস করে আমরা আলাদিনের চেরাগ পেয়েছি কিনা আমরা তাদের বলি আমরা আলাদিনের চেরাগ নয় পেয়েছি শেখ হাসিনাকে। বিএনপি'র মিথ্যাচার অপপ্রচার ইতিহাসের মিথ্যাচার সম্পর্কে আমাদের রুখে দাঁড়াতে হবে। 


এদিকে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে  শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত নেতাকর্মীদের ঢল নামে সকাল থেকে। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছাস আমেজ স্লোগানে মুখরিত সম্মেলনস্থল। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন,  মুন্সিগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃনাল কান্তি দাস , মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়ামিন এমিলি, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামীলীগের যুগ্মা সাধারন সম্পাদক এড. সোহানা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, ২০১২ সালের ২২ ডিসেম্বর সর্বশেষ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হন মুন্সিগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক হন মোঃ তোফাজ্জল হোসেন। 


আরএক্স/