দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী সুচন্দ্রার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী সুচন্দ্রার
অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত

ভারতের পশ্চিমবঙ্গের বরানগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুটিং শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ হারালেন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। 


জনপ্রিয় ধারাবাহিক " গৌরী এলো"র সহ অভিনেত্রী ছিলেন তিনি। এই ঘটনায় টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 


শনিবার (২০ মে) রাতে শুটিং শেষে পানিহাটি রেলওয়ে পার্কে বাপের বাড়ি ফেরার কথা ছিল সুচন্দ্রার। কলকাতা থেকে ডানলপের দিকে আসার জন‍্য একটি অ‍্যাপ বাইক বুক করেন। বরানগর ঘোষপাড়া রোডের কাছে আসলে ঘটে বিপত্তি। 


একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে। তা দেখে অ‍্যাপ বাইকের চালক ব্রেক ধরেন। সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যান। পিছন দিক থেকে আসা একটি লরি তাঁর উপর দিয়ে চলে যায়। 


ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরানগর থানার পুলিশ। লরিটিকে বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় ওই লরি চালককেও। অভিনেত্রীর মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া।


আরএক্স/