ডিপ্রেশন বড়লোকের বিলাসিতা, গ্রামের মানুষ এটা চেনে না
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩
বলিউডের জনপ্রিয় নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মানসিক অবসাদ’র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
ওই সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ''গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনো বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারোই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী।''
তিনি আরও বলেন, ''কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।''
এই নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ''শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।''
তিনি আরও বলেন, ''যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাতে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না। কারো যখন টাকা হয়, তখন এ ধরনের অসুখ হয়।'''
মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। ছবিতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এ ছাড়া ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামের দুটি সিনেমায়ও দেখা যাবে নওয়াউদ্দিনকে।
জেবি/এসবি