সৌদি পৌঁছেছেন ১৫২৬ হজযাত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২২শে মে ২০২৩
এখন পর্যন্ত হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এক হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানা গেছে।
রবিবার (২১ মে) মধ্যরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৮৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৬৯৬ জন রয়েছেন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ( ২১ মে) শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।
জেবি/ আরএইচ/