জুনিয়র এনটিআরের ভক্তদের পাগলামি, সিনেমা হলে আগুন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


জুনিয়র এনটিআরের ভক্তদের পাগলামি, সিনেমা হলে আগুন
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণের জনপ্রিয় জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৯ মে) ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তার ব্লকবাস্টার সিনেমা ‘সিমহাদ্রি’ আবারও মুক্তি দেওয়া হয় তেলেগু রাজ্যে । কিন্তু অভিনেতার ভক্তদের পাগলামির জন্য এদিন আগুন লেগে যায় বিজয়ওয়াড়ার অপ্সরা সিনেমা হলে।


জানা যায়, এনটিআরের জন্মদিন বড় আয়োজনে উদযাপনের জন্যই সিনেমা মুক্তি দেওয়া হয়। দর্শকরা সিনেমা দেখতে এসে হলের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন অভিনেতার কিছু ভক্ত। আর সেখান থেকেই আগুন লেগে যায় প্রেক্ষাগৃহে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এমনকি বেশকিছু আসনও পুড়ে ছাই হয়।


পরে পুলিশ এসে দর্শকদের নিরাপদে বের করে নিয়ে যায়।সোশ্যাল মিডিয়ায় এ ঘটনায় রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘এ ধরনের আচরণ সহ্য করা যায় না। সম্পত্তি ক্ষতির জন্য কে ক্ষতিপূরণ দেবে?’ অনেখে লিখেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। উগ্র কিছু ভক্তের শিকার হতে হয়েছে থিয়েটার মালিককে।’ সূত্র : হিন্দুস্তান টাইমস


জেবি/এসবি