হোটেল ব্যবসায় নামছেন ‘ভাইজান’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২২শে মে ২০২৩
এবার হোটেল ব্যবসায় নামছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। মুম্বাইয়ে তিনি ১৯তলা হোটেল বানাচ্ছেন বলে জানা গেছে।
মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে রয়েছে অভিজাত লোকেশন। সেখানে ১৯তলার একটি বিলাসবহুল হোটেল বানাচ্ছেন সালমান খান।
অত্যাধুনিক এই হোটেলে বিলাসবহুল নানা সুবিধাসমূহ থাকবে। জানা গেছে, প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে ক্যাফে এবং রেস্তোরাঁ, তৃতীয় তলায় থাকবে জিম এবং সুইমিং পুল।
এছাড়া চতুর্থ তলায় ব্যবহৃত হবে সার্ভিস ফ্লোর হিসাবে। পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে থাকবে কনভেনশন সেন্টার। সপ্তম থেকে উনিশ তলা পর্যন্ত থাকবে হোটেল রুম।
জেবি/এসবি