সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ২২শে মে ২০২৩
হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানা গেছে। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ জন যাত্রীর ভিসা হওয়ায় তারাও সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
সোমবার (২২ মে) হজ অফিস সূত্র জানায়, হজযাত্রার প্রথম দিন রোববার (২১ মে) ভোর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ৯টি ফ্লাইটে ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭০৯ জন ও দুটি বেসরকারি ফ্লাইটে ৭৬০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট রোববার ২১ মে শুরু হয়েছে। আর সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট হচ্ছে ২২ জুন পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেবি/ আরএইচ/