ধানমন্ডিতে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩


ধানমন্ডিতে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর
ছবি: জনবাণী

রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 


মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।


এ সময় পথচারীরা দিকবিদিক ছোটছুটি শুরু করেন। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।


বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।


জেবি/ আরএইচ/