লেখক হয়ে আসছেন আদর, স্ত্রীর চরিত্রে অধরা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩


লেখক হয়ে আসছেন আদর, স্ত্রীর চরিত্রে অধরা
আদর আজাদ - অধরা খান

ঈদে মুক্তি প্রাপ্ত লোকাল সিনেমা নিয়ে বেশ প্রশংসা ভাসছেন চিত্রনায়ক আদর আজাদ। সেই রেশ না কাটতেই নতুন খবর দিলেন তিনি। এবার তাকে দেখা যাবে লেখক চরিত্রে। ‘রাইটার’ নামক এই সিনেমায় লেখকের স্ত্রী চরিত্রে অভিনয় করছেন অধরা খান। 


জানা গেছে, সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘রাইটার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন অপূর্ব রানা। একজন লেখকের তার নিজস্ব দুই জগত সমান্তরালভাবে উঠে আসবে এই গল্পে। লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তি জীবন নিবিড়ভাবে উঠে আসবে পর্দায়। 


এ প্রসঙ্গে গণমাধ্যমকে অধরা জানান, সিনেমায় আমার চরিত্রের নাম সিসিলি। এখানে আদর একজন লেখক, আমি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। সিনেমায় লেখকের বাইরের সত্তার বাইরের যে নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই ব্যক্তিজীবনের অসংখ্য দরজা রয়েছে; রয়েছে সুখ-দুঃখ, ব্যথা বেদনা এসবই উঠে আসবে। আর ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তার স্ত্রী। স্বাভাবিকভাবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে।


সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।


জেবি/এসবি